ক্রঃমঃ |
প্রকল্পের নাম |
প্রকল্প পরিচালক |
বাস্তবায়নকারী সংস্থা |
প্রকল্পের মেয়াদ |
প্রকল্পের উদ্দেশ্য |
১. |
রাজশাহী ওয়াসা ভূ-উপরিস্থিত পানি শোধনাগার। |
মোঃ পারভেজ মামুদ প্রধান প্রকৌশলী |
রাজশাহী ওয়াসা |
জুলাই ২০১৮ হতে জুন’২০২৬ |
২০৩৫ সালের চাহিদা অনুযায়ী ২০০ MLD (দৈনিক ২০ কোটি লিটার) পানি উৎপাদনের মাধ্যমে জনসংখ্যার ভিত্তিতে পানির কাভারেজ ৮৪% হতে ১০০% উন্নীতকরণ, জন প্রতি দৈনিক পানি ব্যবহার ৬৫ লিটার হতে ১৪০ লিটার-এ উন্নীতকরণ এবং পানির গুণগত মান উন্নীতকরণ। |
২. |
রাজশাহী ওয়াসা ভবন নির্মাণ (১ম সংশোধিত)। |
মোঃ মাহবুবুর রহমান নির্বাহী প্রকৌশলী |
রাজশাহী ওয়াসা |
জুলাই,২০২০ হতে জুন’২০২৫ |
প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নয়ন করে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করা এবং নগরবাসীর আকাঙ্খা অনুযায়ী সেবা প্রদানের লক্ষ্যে রাজশাহী ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। |