Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ নভেম্বর ২০২৪

অর্জন সমূহ

রাজশাহী ওয়াসা প্রতিষ্ঠিত হবার পর থেকে অর্জন সমূহ :

  • পানির কাভারেজ 56.88% হতে বৃদ্ধি পেয়ে 87.58% উন্নীতকরণ।
  • নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে নতুন পাইপ লাইন 377.53 কিঃ‍মিঃ স্থাপন।
  • পানি সরবরাহের লক্ষ্যে বাৎসরিক  গড় উৎপাদন 63 MLD এর স্থলে ১০৭.০৪ MLD উন্নীতকরণ।
  • নতুন 40 টি উৎপাদক নলকূপ স্থাপন।
  • উৎপাদক নলকূপ রিজেনারেশন 80 টি।
  • রাজস্ব আদায় 2.83 কোটি হতে 17.13 কোটি টাকায় উন্নীতকরণ।
  • পানির গ্রাহক সংখ্যা 26,565 থেকে 49,954 তে বৃদ্ধিকরণ।
  • অটোমেশনের মাধ্যমে 123 টি পাম্প পরিচালনা।
  • পানির অভিকর আদায় সহজীকরণে বিকাশ, রকেট, রাকাব ও Ekpay কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পাদন।
  • পাইপ লাইন নেটওয়ার্ক 482 কিঃমিঃ হতে 859.53 কিঃমিঃ এ উন্নীতকরণ।
  • জরুরী পানি সরবরাহের জন্য 02টি পানির ট্যাংকার ক্রয় করা হয়েছে।
  • সার্বক্ষনিক পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০টি জেনারেটর ক্রয় করা হয়েছে।
  • পানির গুণগতমান বৃদ্ধির জন্য পাইপ লাইন নেটওয়ার্কে ১১৬৬টি ওয়াস আউট স্থাপন করা হয়েছে।
  • স্বল্প আয়ের জনগণের জন্য ৩২ টি ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে।
  • ৯০টি পানির প্রবাহ মিটার স্থাপন করা হয়েছে।
  • রাজশাহী ওয়াসায় নিজস্ব সার্ভার স্থাপন করা হয়েছে।
  • ক্রয় প্রক্রিয়ায় শতভাগ ইজিপি সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে।
  • রাজশাহী ওয়াসার নিজস্ব ওয়েব সাইট আছে ।